April 19, 2025, 4:03 pm
Headline :
খেলাধুলা সামাজিক বন্ধন অটুট রাখে, রামপাশায় ফুটবল টুর্নামেন্ট,র ফাইন্যাল অনুষ্টানে প্রধান অতিথি——-খছরুজ্জামান খছরু সমাজকর্মি হাবিবুর রশিদ জনির প্রতিবাদ বিবৃতি হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন বিশ্বনাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপ-প্রচারকারী ৪ জনকে নিঃশর্ত ক্ষমা চাইতে তিন দিনের আল্টিমেটাম প্রদান উচ্চশিক্ষায় বিদেশে যারা পাড়ি দিতে চান, তাদের জন্য শতভাগ বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইওনিয়ার্স রিক্রোটিং এজেন্ট বিশ্বনাথ,র খাজাঞ্চীতে মিতালি যুব সংঘ তবল পুর ফাইন্যাল অনুষ্ঠিত, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই—–খছরুজ্জামান খছরু অপ-সাংবাদিকতা রোধে যৌথভাবে মোকাবিলা করার প্রত্যয়, বিশ্বনাথে কর্মরত তিনটি প্রেসক্লাব সাংবাদিকদের যৌথ সভায় সিদ্ধান্ত ওসমানী নগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগার,র কমিটি গঠন, সভাপতি নির্মল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাংগঠনিক আরজু মিয়া বিশ্বনাথ,র দশঘর ইউনিয়নে মিয়ার বাজার ক্রিড়া সংস্থা কর্তৃক মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন ৪’ উদ্বোধন নববর্ষ আমাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির উৎসব লিডিং ইউনিভার্সিটিতে নববর্ষ উদযাপনে……..দানবীর ড. সৈয়দ রাগীব আলী
Notice :

চলো হাঁটি, পায়ে হেঁটে ১১’ জনের লালা খাল জয়, যারা হাঁটতে চান তাদের জন্য উদাহরণ, শহীদ ডা. মইন উদ্দিন,র স্মৃতি ধরে সংঘঠনের নাম করন—-প্রধান পৃষ্ঠপোষক রেজাউল হাসান কয়েস লোদী।

নিজস্ব প্রতিবেদকঃ

শহীদ ডা. মইন জগিং ক্লাবের পায়ে হেঁটে সিলেটের হাউজিং এস্টেট থেকে লালা খাল, ৮ ঘন্টায় ৩৮ (কিলোমিটার) জয়ী ১১ জনকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান।

পায়ে হেঁটে ১১ জনের লালা জয়, শহীদ ডা. মইন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক রেজাউল হাসান কয়েস লোদী সহ সকল সদস্য প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টার যোগফল।
গত ২৮ ডিসেম্বর ২০২৪ সালের সকালে পূর্বের সিদ্ধান্তনুযায়ী সবাই পায়ে হেঁটে লালা খালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন,
এবং শেষ পর্যন্ত ১১ জন গিয়ে পৌছলেন সেই গন্তব্যে, সাথে সাথে সিলেটের ইতিহাসে জায়গা করে নিলেন শহীদ মইন উদ্দিন জগিং ক্লাবের সদস্যবৃন্দ।

আর এর জন্য প্রথমে প্রধান পৃষ্ঠপোষক রেজাউল হাসান কয়েস লোদীকে ধন্যবাদ জানালেন বিজয়ী আবুল কালাম, তিনি বলেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক কয়েস লোদী কে, তার নেতৃত্ব ও অনুপ্রেরণায়
আমরা সাধারণ মানুষ অসাধারণ কিছুর সাথে অভ্যস্হ্য হয়ে গেলাম এর অনুভুতি অন্যরকম। অন্য সদস্যরা বলেন আজ আমাদের শহীদ ডাঃ মঈন উদ্দিন জগিং ক্লাবের যথারীতি শুক্রবারের সকাল। কিন্ত আজকের সকাল আমাদের ক্লাবের একটি স্বরণীয় সকাল হয়ে গেল।
স্বাস্থ্য সচেতনতায় হাঁটার উপকারিতা নিয়ে আমাদের ক্লাবের চলো হাঁটি’ হেঁটে হেঁটে লালাখাল ইভেন্ট হয়ে গেল গত ২৮ ডিসেম্বর ২০২৪।
আজ ছিল সেই সফলতার সম্মাননা দেওয়ার সকাল।
সত্যি হাসি আনন্দে উদ্বেলিত বিভিন্ন বয়সের আচরন দেখলে মানুষ হাসবে। ৩৮ কিলোমিটার ৮ ঘন্টায় পায়ে হেঁটে লালাখাল পৌছার সফলতায় আনন্দে আমাদের প্রিয় বনভূমি ছিল উচ্ছলিত।
এভাবেই তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।

৪ জানুয়ারী শুক্রবার সকালে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সফল কাউন্সিলর (প্যানেল মেয়র) রেজাউল হাসান কয়েস লোদী বলেন সত্যিসত্যিই আমারা অবিশ্বাস্য একটা কাজ করেছি, আমরা কল্পনা ও করতে পারিনি এই বয়সে ৩৮ কিলোমিটার লালা খাল পায়ে হেঁটে জয় করতে পারবো, এটা অসাধারণ একটি দৃষ্টান্ত হয়ে রইবে যারা হাটতে চান তাদের জন্য, আর শহীদ ডা. মইন উদ্দিনের স্মৃতি ধরে রাখতে এই জগিং ক্লাবের প্রতিষ্ঠা, আজকে যতো দিন যাচ্ছে ক্লাবের জনপ্রিয়তা ও পরিধি বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে ও করে যাবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, অলিউর রহমান, জাফর চৌধুরী, মাহবুব মিয়া।
বিজয়ীদের মধ্যে সংঘঠনের সদস্য লেডিস চয়েস,র স্বত্বাধিকারী আব্দুল মালিক,র অর্থায়নে ক্রেষ্ট প্রদান করা হয়।
বিজয়ীরা হলেন ১, প্রফেসর মাসুক আহমেদ, ২ পাভেল আহমেদ, ৩ আবুল কালাম, ৪ ফকরুজ্জামান, ৫ হাবিবুর রহমান জুনেদ, ৬ খন্দকার মুমিনুল হক, ৭ সাহেদুর রহমান বাবলা, ৮ শাহিন আজাদ, ৯ আমিনুল ইসলাম, ১০ আতিক আহমদ, ১১ ইশা তালুকদার।

হাঁটা হাঁটির ক্ষেত্রে সিলেটে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে, সংবর্ধনা শেষে সবাইকে আপ্যায়ন করেন একে,এম মাহবুবর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories