নিজস্ব প্রতিবেদকঃ
“মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে আর রহমান এডুকেশন ট্রাষ্টের পক্ষ থেকে বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার ৩ ফেব্রুয়ারি ২৫ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাবুনগর গ্রামের তপনবাবু কে দুই বান করে ডিউটিন বিতরণ করা হয়েছে।
ঢেউটিন বিতরণ কালে আর রহমান এডুকেশন ট্রাষ্টের উপদেষ্টা মাওলানা ফারুক আহমদ বলেন কোরআন হাদিসের আলোকে সমাজের যে অভাবগ্রস্ত হয়ে পড়লে তার খোঁজখবর নেওয়া যখন সে ভালো কিছু লাভ করবে তখন তাকে শুভেচ্ছা জানানো, যদি সে বিপদে পড়ে তাহলে সান্ত্বনা দেওয়া, মৃত্যুবরণ করলে তার জানাযায় শরিক হওয়া, তার অনুমতি ছাড়া তোমার ঘর এত উঁচু করবে না যে তার ঘরে বাতাস ঢুকতে পারে না, এটাই হলো ইসলামের শান্তি ও সুন্দরতা।
সমাজবদ্ধভাবে জীবনযাপন করতে গিয়ে নানা শ্রেণির নানা পেশার নানা মত ও পথের মানুষের মুখোমুখি হতে হয়। মুখোমুখি হতে হয় অমুসলিমদেরও। লেনদেন, ওঠাবসা, চলাফেরা, সাহায্য-সহযোগিতা ইত্যাদি নানা ক্ষেত্রে একজন মুসলমান ও একজন অমুসলমানের সাক্ষাৎ হতে পারে।