নিজস্ব প্রতিবেদকঃ
মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে এই স্লোগান নিয়ে
আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ এর পক্ষ থেকে অস্বচ্ছল পরিবারের মধ্যে খাদসামগ্রী বিতরণ করা হয়েছে।
১২ ই ফেব্রুয়ারী বুধবার এলাহাবাদ রহমান মঞ্জিলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার উদ্যোগে ২ নং খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামের একজন, কান্দি গ্রামের একজন, পাকিছিরি গ্রামের একজন সহ কয়েকটি পরিবার কে নগদ অর্থ সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বী আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ উপদেষ্টা জনাব হাজী আব্দুস ছবুর এর সভাপতিত্বে ও আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ সেক্রেটারি মাওলানা আবদুল মালিক এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন সাদী, বিশেষ অতিথি ছিলেন আর রাহমান ট্রাস্ট বাংলাদেশ উপদেষ্টা ও তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী মাশুক আহমদ আর রাহমান ট্রাস্ট বাংলাদেশ উপদেষ্টা ও তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বি মৌলভী আব্দুস সালাম, আর রাহমান ট্রাস্ট বাংলাদেশ অন্যতম শুভাকাংখ্যী কারী হাফিজ মুস্তাফা আহমদ, পাকিছিরি গ্রামের বিশিষ্ট মুরুব্বী জনাব আবদুল হান্নান প্রমুখ।
মেহমান বৃন্দ বলেন সমাজের অসহায় ও সম্বলহীন মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।
আর রাহমান এডুকেশন ট্রাষ্ট কর্তৃক এসব আর্তমানবতার কার্যক্রম সমাজের অবহেলিত মানুষের দুর্দিনের সহায়তা সত্যিই প্রসংশা যোগ্য, আগামীতে আর,রাহমান এডুকেশন ট্রাষ্টের এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকুক এই প্রত্যাশা করি।