April 19, 2025, 4:03 pm
Headline :
খেলাধুলা সামাজিক বন্ধন অটুট রাখে, রামপাশায় ফুটবল টুর্নামেন্ট,র ফাইন্যাল অনুষ্টানে প্রধান অতিথি——-খছরুজ্জামান খছরু সমাজকর্মি হাবিবুর রশিদ জনির প্রতিবাদ বিবৃতি হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন বিশ্বনাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপ-প্রচারকারী ৪ জনকে নিঃশর্ত ক্ষমা চাইতে তিন দিনের আল্টিমেটাম প্রদান উচ্চশিক্ষায় বিদেশে যারা পাড়ি দিতে চান, তাদের জন্য শতভাগ বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইওনিয়ার্স রিক্রোটিং এজেন্ট বিশ্বনাথ,র খাজাঞ্চীতে মিতালি যুব সংঘ তবল পুর ফাইন্যাল অনুষ্ঠিত, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই—–খছরুজ্জামান খছরু অপ-সাংবাদিকতা রোধে যৌথভাবে মোকাবিলা করার প্রত্যয়, বিশ্বনাথে কর্মরত তিনটি প্রেসক্লাব সাংবাদিকদের যৌথ সভায় সিদ্ধান্ত ওসমানী নগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগার,র কমিটি গঠন, সভাপতি নির্মল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাংগঠনিক আরজু মিয়া বিশ্বনাথ,র দশঘর ইউনিয়নে মিয়ার বাজার ক্রিড়া সংস্থা কর্তৃক মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন ৪’ উদ্বোধন নববর্ষ আমাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির উৎসব লিডিং ইউনিভার্সিটিতে নববর্ষ উদযাপনে……..দানবীর ড. সৈয়দ রাগীব আলী
Notice :

বিশ্বনাথ,র খাজাঞ্চীতে মিতালি যুব সংঘ তবল পুর ফাইন্যাল অনুষ্ঠিত, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই—–খছরুজ্জামান খছরু

নিজস্ব প্রতিবেদকঃ

সুশৃঙ্খল আয়োজন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হলো বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মিতালি যুব সংঘ তবল পুর কর্তৃক আয়োজিত ২য় মিডবার ফুটবলের ফাইন্যাল প্রতিযোগিতা ২৫’
==========================================
‘চ্যাম্পিয়ান’ ইলিভেন স্টার রামপুর অলংকারী প্রথম পুরস্কার ১০০ সিসি মোটর সাইকেল দাতা ফ্রান্স প্রবাসী বুরহান তালুকদার।
রানার্সআপ এগারো বন্ধু খালপার খাজাঞ্চী ২য় পুরস্কার একটি রেফ্রিজারেটর (ফ্রিজ) দাতা সৌদিআরব প্রবাসী কয়েস মিয়া।

বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী খছরুজ্জামান খছরু বলেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।
তিনি আরও বলেন, এই ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই সুন্দর আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছেন, ভবিষ্যতে এমন আয়োজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ উপজেলার ৬নং ওয়ার্ডের তবলপুর গ্রামের মাঠে মিতালী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ২য় মিডবার ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মিতালী যুব সংঘের সভাপতি জুবেল আহমদ এর সভাপতিত্বে ও সহ সভাপতি আমির আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আশিকুর রহমান রানা, আরব আমিরাত যুবদলের সাধারণ সম্পাদক শাহ জাহান সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুন নূর, সৌদি প্রবাসী বাদশাহ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ মেম্বার, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা বিশিষ্ট মুরব্বি মজাই মিয়া, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ধন মিয়া, সাবেক ফুটবলার কয়েছ মিয়া, বিএনপি নেতা শফিক মিয়া, উস্তার আলী গেদা মিয়া, আব্দুল মালিক, সাজেদ আলী, সুরুজ মিয়া, ফয়জুল মিয়া, আছকর আলী, কাওছার মিয়া, ১ম পুরস্কার দাতা বুরহান তালুকদার, ২য় পুরস্কার দাতা গিয়াস উদ্দিন, জয়নাল আবেদীন, কালু মিয়া, কয়েছ মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমরুস আলী, মিতালী যুব সংঘের সদস্য লায়েছ আহমদ, শামীম আহমদ, আনোয়ার আলী, বাদশা মিয়া, জুয়েল আহমদ, কুদ্দুস মিয়া প্রমুখ।

উক্ত ফাইনাল খেলা ১-১ গোলে নির্ধারিত সময় শেষ হলে ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ হয়ে ১ম স্থান অর্জন করেন ইলিভেন স্টার রামপুর (অলংকারী ইউনিয়ন) এবং রানার্স আপ এগারো বন্ধু স্পোটিং ক্লাব খালপাড় খাজাঞ্চী ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories