নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথের রামপাশায় আমতৈল জমসের পুর নিরব ভাই ভাই স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১১ তম ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পয়ান বন্ধু মহল স্পোর্টিং ক্লাব করপাড়া।
১৬ ই এপ্রিল শুক্রবার বিকাল তিনটায় রামপাশা ইউনিয়নের আমতৈল জমসের পুর মাঠে অনুষ্ঠিত হলো নিরব ভাই ভাই স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১১ তম ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল প্রতিযোগিতা, উক্ত ফাইন্যালে ট্রাইব্রেকারের মাধ্যমে নিরব ভাই ভাই স্পোর্টিং ক্লাব কে ৫/৩-হারিয়ে ৫-৪ ব্যাবধানে জয় ছিনিয়ে নেয় বন্ধু মহল স্পোর্টিং ক্লাব করপাড়া দৌলতপুর বিশ্বনাথ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাখেন রামপাশা ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশ্বনাথ উপজেলা বিএনপি সিনিয়র সদস্য খছরুজ্জামান খছরু, তিনি বলেন খেলাধুলা সামাজিক বন্ধন অটুট রাখে যুবসমাজের অবক্ষয় রোধ করে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে, তিনি সুশৃঙ্খল ভাবে আয়োজন ও সমাপ্তির জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটি কে ধন্যবাদ জানান।
খেলা শেষে প্রধান অতিথি খছরুজ্জামান খছরু চ্যাম্পিয়ান দল বন্ধু মহল স্পোর্টিং ক্লাব করপাড়ার দলীয় ম্যানেজার সহ দলের নিকঠ প্রথম পুরস্কার মোটর সাইকেল প্রাইজ মানি তাদের হাতে তুলে দেন, উল্লেখ্য প্রথম পুরস্কার দাতাঃ ও তিনি।
রানার্সআপ নিরব ভাই ভাই স্পোর্টিং ক্লাব দ্বিতীয় পুরস্কার এটি রেফ্রিজারেটর ফ্রিজ গ্রহন করেন টিম ম্যানেজমেন্ট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি বাবুল মিয়া, নেছার আহমদ, এম এ ছাত্তার, নুর মিয়া মেম্বার ৩ নং ওয়ার্ড রামপাশা ইউনিয়ন, মইন উদ্দিন মেম্বার ২ নং ওয়ার্ড, ও সমাজসেবক তোফায়েল আহমদ প্রমুখ।