May 5, 2025, 3:54 pm
Headline :
সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল,র সভা ও মহানগর কমিটি গঠন সম্পন্ন ওসমানী নগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারে সুধী সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথ,র খাজাঞ্চীতে “মরহুম আব্দুল মুছাব্বির জাহেদা খানম এন্ড মিসবাহ উদ্দিন সমুজ মেমোরিয়েল ওয়েলফেয়ার ট্রাস্ট”র নগদ অর্থ বিতরণ বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী হাফেজ আতাউর রহমান,র প্রচেষ্টায় সিঙ্গেরকাছ পাঠাগারের শুভ উদ্বোধন শাহ খুররুম কলেজের সভাপতি মনোনীত হওয়ায় শহীদ ড. মইন উদ্দিন জগিং ক্লাবের পক্ষ থেকে কয়েস লোদী কে সম্মাননা প্রদান ‘ইলিয়াস’ আলীর নাম নিয়ে তা’মা’শা করলে, এর পরিণতি হবে ভ’য়া’ব’হ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিকদের কল্যাণে যত দ্রুত সম্ভব সরকার ও সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত……দানবীর ড. সৈয়দ রাগীব আলী আমাদের সুস্থ জীবনের নিশ্চয়তায় প্রকৃতিকে সুস্থ করে তুলতে হবে, লিডিং ইউনিভার্সিটিত বৃক্ষরোপন কর্মসূচিতে —-দানবীর ড. সৈয়দ রাগীব আলী বিশ্বনাথে আইন শৃংখলা কমিটির মিটিং শেষে,ই বিশৃঙ্খলা! হা’ম’লা’র শিকার লামকাজীর চেয়ারম্যান বিশ্বনাথে মিয়ার বাজারে এমপিএল ফুটবল ৪র্থ আসরের চ্যাম্পিয়ন ইয়াং বয়েজ লহরী
Notice :

বিশ্বনাথ,র খাজাঞ্চীতে “মরহুম আব্দুল মুছাব্বির জাহেদা খানম এন্ড মিসবাহ উদ্দিন সমুজ মেমোরিয়েল ওয়েলফেয়ার ট্রাস্ট”র নগদ অর্থ বিতরণ

মিজানুর রহমান মিজান,বিশ্বনাথ থেকে:

আর্থ মানবতার সেবা ও সামাজিক উন্নয়নে গঠিত মরহুম আব্দুল মোছাব্বির, জাহেদা খানম এন্ড মিসবাহ উদ্দিন সমুজ মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে গরীব, এতিমদের ঘর তৈরি ও চিকিৎসা সহায়তা বাবত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

আজ ৩ রা মে শনিবার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের শাহ সাহেবের গাও(কান্দি গাঁও) এ বেশ কয়েকটি পরিবারকে ঘর তৈরি ও চিকিৎসা সহায়তা বাবত নগত অর্থ অনুদান প্রদান করে আসছে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন ‘আব্দুল মোছাব্বির, জাহেদা খানম এন্ড মিসবাহ উদ্দিন সমুজ মেমোরিয়াল ওয়েল ফেয়ার ট্রাস্ট,ইউ কে।
সংগঠনের কো- অর্ডিনেটর ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক, রাজনীতিবিদ এলাহাবাদ ইসলামীয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা এটিএম নুরুদ্দিন, কান্দি গাঁও এর বিশিষ্ট মুরব্বি জনাব তজম্মুল আলী, তরুণ সমাজ সেবক রেজা হাসান ও মোহাম্মদ সুজন মিয়া ।অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠক মোঃ জিল্লুর রহমান ও মোঃ বিলাল আহমদ। আর্থিক অনুদান প্রদানে বিশেষ ভাবে সহযোগিতা করেন ট্রাস্ট এর উপদেষ্টা বিশিষ্ট চার্টার্ড একাউনটেন্ট মোহাম্মদ পারভেজ শাহ।
অনুষ্ঠান সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সংগঠনের সদস্যদের মাওঃ কামাল উদ্দিন সাবলু, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ জিতু মিয়া, আব্দুল্লাহ আল মামুন,নাবিল হাসান, ইমতিয়াজ আহমেদ, ফরহাদ মিয়া, তাহমিদ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories