নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ সুরমা’র গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা’য় মরহুম আয়াত উল্লাহ হল রুমের উদ্বোধন করা হয়েছে।
সিলেট দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নের গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা’র মরহুম হাজী আয়াত উল্লাহ হল রুম উদ্বোধন উপলক্ষে,
বুধবার ২ জুলাই গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা’র নতুন মরহুম আয়াত উল্লাহ হল রুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা’র ভুমি দাতা গুপ্তরগাঁও গ্রামের প্রবীণ মুরুব্বী হাজী সোনাফর আলী’র সভাপতিত্বে ও অত্র মাদরাসা’র শিক্ষক হাফিজ মোঃ আল ফাজিল’র পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল ডিগ্রি মাদরাসা’র সাবেক প্রিন্সিপাল মাওলানা এ কে এম মনোহর আলী
এসময় আরও বক্তব্য রাখেন অত্র মাদরাসার সভাপতি আব্দুল ওয়াহিদ, কামাল বাজার এলাকার সালিশ ব্যক্তিত্ব শামছুল হক, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, গুপ্তরগাঁও হাফিজিয়া মাদরাসা’র সাধারণ সম্পাদক আব্দুল হাই হারুন, গুপ্তরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি শফিক মিয়া।
উপস্থিত ছিলেন, অত্র গ্রামের মুরব্বি আব্দুল করিম, আব্দুল মুতলিব, মকবুল মিয়া, মকন মিয়া, উস্তার আলী, ফারুক আহমদ, আব্দুল বাছিত, এছাড়াও অত্র এলাকার মুরুব্বি, যুবকবৃন্দসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
উল্লেখ্য মরহুম আয়াত উল্লাহ সাহেবের ছেলে যুক্তরাজ্য প্রবাসী আবু বক্কর সাদ উদ্দিনের অর্থায়নে মরহুম আয়াত উল্লাহ হল রুম নির্মাণ করা হয়।