নিজস্ব প্রতিবেদকঃ
প্রবীণ রাজনীতিবিদ ও বিশ্বনাথ থানা বিএনপি র প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা জনাব মুজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাবেক ছাত্রনেতা, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি এম আসকির আলী।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ বরাতে পাঠানো এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন যে, জনাব মুজাহিদ আলীর মৃত্যুতে আমরা সত্যিকার অর্থে শোকাহত:
শোক জানাবার শব্দ কিংবা ভাষা খুঁজে পাচ্ছি না জনাব মুজাহিদ আলীর এই প্রয়াণে তার পরিবার পরিজনদের মত আমরা ও অত্যন্ত ব্যথিত ও শোকাহত, প্রিয় মুজাহিদ ভাইয়ের এই চলে যাওয়াতে বিশ্বনাথ বাসি একজন কৃতি সন্তানকে হারালো, মরহুম জনাব মুজাহিদ আলী একজন বর্ষিয়ান রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত সহজ সরল সৎ নিষ্ঠাবান ও সাদা মনের মানুষ ছিলেন, প্রিয় মুজাহিদ আলী।
বিভিন্ন রাজনৈতিক সংগ্রামে এবং সামাজিক উন্নয়নে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে, মরহুম মোজাহিদ আলীর এই প্রয়াণে বিশ্বনাথ তথা সিলেটবাসী একজন নিষ্ঠাবান রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্বকে হারালো যা কিনা বিশ্বনাথের রাজনৈতিক, সামাজিক অঙ্গনে এবং বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত অপূরণীয় ক্ষত হয়ে থাকবে।
পরম করুনাময় সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে অনেক অনেক প্রার্থনা রইলো প্রিয় মুজাহিদ আলীর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য, মহান সৃষ্টিকর্তা যেন তাকে ক্ষমা করেন এবং তার জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করেন এবং তিনা কে জান্নাতের সুশীতল স্থানে আশ্রয় দান করেন, পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি রইল গভীর সমবেদনা, মহান আল্লাহ যেন তাদেরকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য ধারণের তৌফিক দেন।
জনাব মুজাহিদ আলী, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী এবং তার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন এবং আপনজন ছিলেন, নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে জনাব মুজাহিদ আলীর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়ার আবেদন করছি, আমিন।
::এম, আসকির আলী……………