নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ‘দেশবিরোধী ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে এবং আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের ধানের শীষ প্রতিকের সম্ভাব্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বিশাল সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, প্রচার সম্পাদক কয়েছ মিয়া, সহ-অর্থ সম্পাদক সফিক মিয়া মেম্বার, সদস্য জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সামছুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হবিবুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সিনিয়র সদস্য শিহাব উদ্দিন, উপজেলা কৃষকদলের সিনিয়র সদস্য কদ্দুস আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আফতাব আলী, ৩ নাম্বার ওয়ার্ড বিএনপির সদস্য রফিক মিয়া, ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত মিয়া, ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়া, ৭ নাম্বার ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইছবর আলী, ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুনসুর আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৫ নাম্বার ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রাজু, ইউনিয়ন যুবদলের ক্রিড়া সম্পাদক হেলাল আহমদ, যুবদল নেতা শাহজাহান সজীব, ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী সালমান, সহ-সভাপতি খালেদ মিয়া, সাধারণ সম্পাদক রহিম আলী।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক লায়েক হোসেন।