নিজস্ব প্রতিবেদক:
বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত দ্বীপবন্দ (বিল পার) গ্রামের মুন্সি বাড়ীতে মরহুম হাজী ইউনুস আলী,র তিন পুত্র যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মোঃ বিল্লাল আহমদ, ইটালি প্রবাসী হাফিজ মোঃ নুরুদ্দিন ও পর্তুগাল প্রবাসী মোঃ রুকন উদ্দিন তিন ভাই মিলে পিতৃ ভিটায় গড়ে তুলেছেন পাঁচ হাজার স্কয়ার ফিটের দ্বিতল বিশিষ্ট প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ী, চমৎকার নকশা ও কারুকাজের সমন্বয়ে বর্তমান সময়ের সকল আধুনিক সরঞ্জামের অপূর্ব সমাহারে ফুটে উঠেছে এক নতুন আভিজাত্য, এলাকায় এই ধরনের বাড়ী নতুন হওয়ায় জনমনে যোগ হয়েছে বাড়তি কোলাহল তাই বাড়ীটি দেখতে ছুটে এসেছেন গ্রাম তথা এলাকার সৌন্দর্য পিপাসু অনেক জনসাধারণ।
১৯ শে অক্টোবর রবিবার বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে বাড়ীটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
যৌথ ভাবে মিলাদ পড়ান মুফতি আব্দুল করিম ও মাওলানা আল আমিন, মিলাদ শেষে উপস্থিত সবাইকে নিয়ে দোয়া করেন মাওলানা নুরুদ্দিন আহমদ শায়খুল হাদীস দয়ামির টাইটেল মাদ্রাসা।
এসময় দাওয়াতী মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির ও খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, এলাহাবাদ আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাবেক মেম্বার সিরাজ উদ্দিন, এলাহাবাদ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক এটি এম নুরুদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাছ হোসেন ইমরান।
আরো উপস্থিত ছিলেন মাওলানা ফারুক আহমদ, বিশিষ্ট মুরুব্বি শওকত আলী, তাজুল ইসলাম, মাসুক আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী নাজমুল ইসলাম, ছাবিক আহমদ, পর্তুগাল প্রবাসী বদরুল আলম রফিক, আব্দুল মতিন, আব্দুল হেকিম, জামাল উদ্দিন, ছয়ফুল ইসলাম, আশিক আলী,ছরকুম আলী, মাহমদ আলী, আমির উদ্দিন, সাংবাদিক কামরুল আশিকি, সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা, আব্দুল্লাহ, প্রমুখ।
এসময় স্ব,শরীরে উপস্থিত থেকে আগত মেহমানদের আপ্যায়ন করান যুক্তরাজ্য প্রবাসী মাওলানা বিল্লাল আহমদ ও পর্তুগাল প্রবাসী মোঃ রুকন উদ্দিন।
নির্মান ব্যায় ও তথ্য প্রদানে: মোঃ জুয়েল আহমদ।