নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের আয়োজনে ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সার্বিক ব্যবস্হাপনায় বিশ্বনাথ উপজেলা ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে পৌর শহরের ৯নং ওয়ার্ডের ইলামের গাঁওয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে ট্রেজারার ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সাবেক সভাপতি আবু মনসুর এর সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহ টিপু পরিচালনায়,
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও চেয়ারম্যান, রাহাত শামস্।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট দল এর সাবেক অধিনায়ক ও ব্যাটিং কোচ, বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচ.পি) দল রাজিন সালেহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইমতিয়াজ আহমেদ জগলু সাধারণ সম্পাদক, শেখঘাট পাইওনার্স ক্লাব ও পাইওনার্স গ্রিন ক্লাব এবং সাবেক ক্রিকেটার, রানা মিয়া প্রধান কোচ, সিলেট জেলা ক্রিকেট দল, শামীম আহমদ শেহনাজ ক্রিকেট কোচ ও সাবেক ক্রিকেটার, সিলেট।
আরো বক্তব্য রাখেন হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার চেয়ারম্যান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ।
উপস্থিত ছিলেন আতিকুর রহমান লিটন চেয়ারম্যান অলংকারী ইউনিয়ন পরিষদ, এমাদ উদ্দিন খান চেয়ারম্যান দশঘর ইউনিয়ন পরিষদ, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কের বাংলাদেশ সমন্ময়ক দেলওয়ার হোসেন, ওয়াসিম আহমদ, মিছবাহ খান সোহেল আহমদ।
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘঠক সেবুল মিয়া, সেজু মিয়া, সাবেক ক্রিকেটার এমরান আলী এনাম, ক্রীকেটার সুহেল, ইকবাল, তুহিন জামিল, সারোয়ার, ইব্রাহিম, ফাহিম, রকিব উদ্দিন, তানভির আহমদ প্রমুখ।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ক্রিকেট দলের সদস্য জাবের আহমদ, স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেটার সাব্বির আহমদ।