আগামীকাল ২৫ শে অক্টোবর রোজ শনিবার সকাল ১০ টা হতে দিনব্যাপী শুরু হচ্ছে ২য় ‘আলমাছ আলী সালেহা বেগম’ হিফয প্রতিযোগিতা ২৫’
স্থান: আলহাজ্ব তাহির আলী উচ্চবিদ্যালয় লালটেক অলংকারী বিশ্বনাথ সিলেট।
সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রায় ৩০ টি সুনামধন্য হাফিজিয়া মাদ্রাসা এতে অংশগ্রহণ করছে, অভিজ্ঞ হিফজ (শিক্ষক) পরিক্ষকদের তত্বাবধানে একই দিনের বিকেলে আলহাজ্ব এম, রহিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরন।
মাদ্রাসা সমূহের নাম ও ঠিকানা………………
০১, হযরত আব্দুল কাদির জিলানী (র.) ইসলামি ইন্সটিটিউট শাহ সিকন্দর দক্ষিণ সুরমা সিলেট, ০২ আতিক নুরজাহান ইবতেদায়ী হাফিজি মাদ্রাসা নভাগ দক্ষিণ সুরমা সিলেট, ০৩ রহিমপুর ইয়াকুবিয়া হাফিজি মাদ্রাসা রহিমপুর বিশ্বনাথ সিলেট, ০৪ মৌলভী ফুরকান উল্লাহ (র.) হাফিজি মাদ্রাসা পালেরচক বিশ্বনাথ সিলেট, ০৫ ধরগাঁও হাফিজিয়া মাদ্রাসা ধরগাঁও দক্ষিণ সুরমা সিলেট, ০৬ তাহফিজুল কোরআন ছহিফাগঞ্জ আলিম মাদ্রাসা ছহিফাগঞ্জ বিশ্বনাথ সিলেট, ০৭ মাদ্রাসায়ে মদিনাতুল উলুম খিত্তা গোপশহর গোপশহর দক্ষিণ সুরমা সিলেট, ০৮ হাজী আব্দুল গণি সন্স এতিমখানা ও হাফিজি মাদ্রাসা রামধানা বিশ্বনাথ সিলেট, ০৯ নয়াবন্দর ইসলামী হাফিজি মাদ্রাসা বন্দুয়া বিশ্বনাথ সিলেট, ১০ আল-খাজরা নুরানী এন্ড কাশেফ-উল উলুম হাফিজি মাদ্রাসা নভাগ দক্ষিণ সুরমা সিলেট, ১১ হযরত শাহপরান (র.) বি.এস. হাফিজি দাখিল মাদ্রাসা অলংকারী-পৌদনাপুর বিশ্বনাথ সিলেট, ১২ জামেয় মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ রাজনগর বিশ্বনাথ সিলেট, ১৩ হযরত তালহা (রা.) ইসলামিয়া মিরগাঁও মাদ্রাসা, ১৪ আল মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা, ১৫, হযরত শাহজালাল (র.) দারুস সুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজি মাদ্রাসা মোহাম্মদিয়া বোডিং এতিমখানা, ১৬ সুলতানিয়া হাফিজিয়া মাদ্রাসা বরইকান্দি, ১৭ আনুজানি দারুল কোরআন হাফিজি মাদ্রাসা শহীদ সুলেমান নগর বিশ্বনাথ সিলেট, ১৮ ঝামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ঝামক ছাতক সুনামগঞ্জ, ১৯ বরইকান্দি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বরইকান্দি দক্ষিণ সুরমা সিলেট, ২০ রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা রাগীব-নগর দক্ষিণ সুরমা সিলেট, ২১ হাজী মদরিছ আলী হাফিজি মাদ্রাসা ছনখাড়িগাঁও বিশ্বনাথ সিলেট, ২২ হাজী আহসান উল্লাহ হাফিজি মাদ্রাসা পশ্চিম তালিবপুর বিশ্বনাথ সিলেট, ২৩ রামপুর ইবতেদায়ী হাফিজি মাদ্রাসা রামপুর বিশ্বনাথ সিলেট, ২৭ দশপাইকা হাফিজিয়া মাদ্রাসা,২৮ ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, ২৪ জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট, ২৫ আলহাজ্ব হাফিজ আব্দুল মান্নান হিফজুল কোরআন মাদ্রাসা, ২৬ হাজী রইছ আলী তালিমুল কোরআন নুরানীয়া মাদ্রাসা, ২৯ ভালকি শাহজালাল (র.) নুরানীয়া হাফিজি মাদ্রাসা, ৩০ বড় খুরমা ইসলামিক একাডেমি এন্ড হাফিজি মাদ্রাসা বড় খুরমা।
:-সার্বিক ব্যাবস্থাপনায়: সাবিলিল্লাহ প্রজেক্ট লালটেক (দারগা বাড়ি), কামাল বাজার, বিশ্বনাথ, সিলেট।
বিঃদ্রঃ- যথা সময়ে স্ব স্ব মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত থাকার জন্য অবিভাবক ও মাদ্রাসার দায়িত্বশীলদের প্রতি অনুরুধ জানিয়েছেন কর্তৃপক্ষ।