নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্তরাজ্যে ইউকে শাখার কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, নবগঠিত এই কমিটিতে আঞ্চলিক সংগঠক হিসাবে স্হান পেয়েছেন সিলেটের বিশ্বনাথের ইকবাল হোসেন।
দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। স্থানীয় প্রবাসী সমাজে তিনি একজন সুপরিচিত মুখ। প্রবাসী কমিউনিটির নানা কল্যাণমূলক কাজে তার আন্তরিক অংশগ্রহণ ও নেতৃত্বগুণের কারণে দলীয় উচ্চপর্যায়ে তাঁর অবদান স্বীকৃতি পেয়েছে।
নবগঠিত কেন্দ্রীয় কমিটির ঘোষণার পর প্রতিবেদকের সাথে ফোনে কথা হলে ইকবাল হোসেন বলেন,
এই পদ শুধু দায়িত্ব নয়, এটি আমার জন্য এক বিশাল সম্মানেরও বিষয়। এনসিপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী একটি দল। আমি দলের আদর্শ বুকে ধারণ করে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই। তিনি“বিশ্বনাথ ও সিলেটের মানুষের দোয়া ও সহযোগিতা নিয়েই প্রবাসের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চান বলে জানান।
বিশ্বনাথের স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি এই দায়িত্বপ্রাপ্তিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়ে লিখেছেন, “বিশ্বনাথের তরুনদের গর্ব আমাদের ইকবাল হোসেন।