April 19, 2025, 5:51 pm
Headline :
খেলাধুলা সামাজিক বন্ধন অটুট রাখে, রামপাশায় ফুটবল টুর্নামেন্ট,র ফাইন্যাল অনুষ্টানে প্রধান অতিথি——-খছরুজ্জামান খছরু সমাজকর্মি হাবিবুর রশিদ জনির প্রতিবাদ বিবৃতি হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন বিশ্বনাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপ-প্রচারকারী ৪ জনকে নিঃশর্ত ক্ষমা চাইতে তিন দিনের আল্টিমেটাম প্রদান উচ্চশিক্ষায় বিদেশে যারা পাড়ি দিতে চান, তাদের জন্য শতভাগ বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইওনিয়ার্স রিক্রোটিং এজেন্ট বিশ্বনাথ,র খাজাঞ্চীতে মিতালি যুব সংঘ তবল পুর ফাইন্যাল অনুষ্ঠিত, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই—–খছরুজ্জামান খছরু অপ-সাংবাদিকতা রোধে যৌথভাবে মোকাবিলা করার প্রত্যয়, বিশ্বনাথে কর্মরত তিনটি প্রেসক্লাব সাংবাদিকদের যৌথ সভায় সিদ্ধান্ত ওসমানী নগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগার,র কমিটি গঠন, সভাপতি নির্মল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাংগঠনিক আরজু মিয়া বিশ্বনাথ,র দশঘর ইউনিয়নে মিয়ার বাজার ক্রিড়া সংস্থা কর্তৃক মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন ৪’ উদ্বোধন নববর্ষ আমাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির উৎসব লিডিং ইউনিভার্সিটিতে নববর্ষ উদযাপনে……..দানবীর ড. সৈয়দ রাগীব আলী
Notice :

ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জামায়াত ছিল আছে এবং থাকবে ২৬ নং ওয়ার্ড ঝাল পাড়ায়—-এডভোকেট জুবায়ের।

নিজস্ব প্রতিবেদকঃ

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বিপদ-দুর্ঘটনা মানুষের জীবনের একটি অংশ। তবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে অতীতে ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬নং ওয়ার্ডের ঝালোপাড়ায় ব্যবসায়ীসহ বাসা-বাড়ীর বাসিন্দাগণ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের পাশে সরকারের পাশাপাশি সামর্থবানদেরকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা কিছুটা হলেও উপকৃত হবে।

তিনি বুধবার বিকেলে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের উদ্যোগে ২৬নং ওয়ার্ডে ঝালোপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মধ্যে ঘরের আসবাবপত্র ও কিছু গুরুত্বপূর্ণ মালামাল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহমর্মিতা জানান।

থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদারের পরিচালনায় ক্ষতিগ্রস্তদের ঘরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, সিলেট বারের আইনজীবী এড. মকসুদ আহমেদ, ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম জুনেদ, ঝালোপাড়ার বিশিষ্ট মুরব্বী মতিউর রহমান মতিন, কদমতলী গ্রামের বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী সেলিম আহমদ, ভার্থখলা মসজিদ বাজার কমিটির সেক্রেটারী ব্যবসায়ী জামিল আহমদ, ২৪শে জুলাই/আগস্ট বিপ্লবে নিহতের পিতা নিখিল কুমার কর, ঝালোপাড়া পূজা কমিটির সভাপতি নীলমনি কর ও সেক্রেটারী দিপংকর পাল, পুরঞ্জ বাবু, ২৬নং ওয়ার্ডের সভাপতি এস এম মুসা, সেক্রেটারী আব্দুস সোবহান, সহকারী সেক্রেটারী মাহবুব আহমদ, ঝালোপাড়া ইউনিটে সভাপতি মাহতাব আহমদ, সেক্রেটারী মাসুম আহমদ, জামায়াত নেতা আকরাম হোসেন, আরিফ আহমদ ও নান্নু মিয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories