June 22, 2025, 6:28 pm
Headline :
দক্ষিণ সুরমা,র কামাল বাজার ইউনিয়নে মা’দ’ক ক্রয়-বিক্রয় প্রতিরোধ ও সেবন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যুক্তরাজ্যে স্বতঃস্ফূর্ত উপস্থিতে বিশিষ্ট সাংবাদিক খালেদ মাসুদ রনি,কে ইউকে প্রবাসী বিশ্বনাথ কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনায় মাওলানা আনিছুর রহমান সংবর্ধিত। প্রিয় স্যার’ মকব্বির আলীর শুভ জন্মদিনে ‘আদনান মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা যৌথ বিবৃতি’ জুলাই সনদ’ সংস্কার’ বিচারে ‘তারেক রহমানের সম্মতি, অগ্রগতি হলেই ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টা ‘মিডিয়া কাপ’ বিশ্বনাথের ৩টি সাংবাদিক সংগঠনকে একটি সুতায় আবদ্ধ করে রেখেছে—-আশরাফুজ্জামান পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ওসমানী নগর সার্কেল বিশ্বনাথ ওসমানী নগরে জনগণের খাদিম হিসাবে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই—–এম পি পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বিশ্বনাথ,র লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের মানবিক দৃষ্টান্ত স্থাপন : ইউনিয়নের ৪৫ টি গ্রামে মাংস বিতরণ আর রাহমান এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ইমাম মাওঃ নুরুর রহমান,র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সেলিম আহমদ,র পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন
Notice :

মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সদস্য বৃন্দের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

মিরপুর ১২,মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ বিগত ১৭ বছর বিনা ভোটে সিলেকশন মাধ্যমে নির্বাচন ও ভোটের অধিকার হরণকারী ১৭ বছরের সমস্ত হিসাব চায় বর্তমান কমিটির কাছে মুসলিম বাজারের ব্যবসায়ী সমিতির সদস্য বৃন্দরা।

যারা আয়ের টাকা লুটপাটের সাথে জড়িত হয়ে, রাজত্ব কায়েম করেছেন তাদেরকে বিচারের আওতায় আনার দাবি করে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী নেতা ও বাজার কমিটির, সদ্য সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী বশির উদ্দিন ( বহু)
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন – ব্যবসায়ী নেতা আশিক এলাহি, নুরুল হুদা, সিদ্দিকুর রহমান ও মুসলিম বাজারের বিভিন্ন সদস্যরা।এ সময় বশির উদ্দিন (বহু) বলেন,সাজ্জাদ – সেলিম পরিষদ হইতে জোরপূর্বক বিদায়ি সময় সমিতির ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা ছিল তার আনুমানিক ২,৭২,০০,০০০ টাকা কম বেশি। সাজ্জাদ – সেলিম পরিষদের এরপর হইতে এ যাবত পর্যন্ত কত টাকা মাসিক চাঁদা রয়েছে তার প্রতি সদস্য চাঁদা হল ১২০ টাকা ৯৪৪ জন সদস্য প্রতি মাসে আনুমানিক ১,১৯,২৮০×১২=১৪,৩১,৩৬০×১৬= সর্বমোট ২,২৯,০১,৭৬০ টাকা চাঁদা আদায় ও জরিপানা কত আছে। বর্তমান বাজারের দোকান মালিকের কাছ থেকে১,৬৫,০০০×৩৩৫=সর্বমোট ৫,৫২,৭৫,০০০ টাকা নেওয়া হয়েছে তার সঠিক হিসাব দিতে হবে। প্রতিটি ফাইল হইতে ১,৩০,০০০×৬৫৯= সর্বমোট ৮,৫৬,৭০,০০০ টাকা নেয়া হয়েছে তার সঠিক হিসাব দিতে হবে। পুরাতন বাজারে কতটি দোকান ছিল বর্তমান বাজারে কতগুলো দোকান আছে তা সঠিক হিসাব দিতে হবে। আমরা জানি বর্তমান বাজারে ৩৩৫ টি দোকান আছে কাগজ-কলমে দেখানো হয়েছে ২৬০টি দোকান। এটা যাচাই-বাছাই করে সঠিক হিসাব দিতে হবে পুরাতন বাজারে যাদের দোকান ছিল তাদের অনেকেই বর্তমান বাজারে দোকান পাই নাই যারা পেয়েছেন তাদের সংখ্যা কত এবং যারা পান নাই তাদের সংখ্যা কত যারা পেয়েছেন প্রত্যেকের কাছ থেকে দোকান বাবদ ১‍,০০,০০০/ ১,৫০,০০০ নগদ টাকা গ্রহণ করেছেন যার কোন রশিদ দেয়নি। এছাড়া বর্তমান কমিটির কাছে আরো ও বিভিন্ন বিষয় তুলে ধরেন বশির উদ্দিন বহু তিনি আরো বলেন আমাদের দাবি দাওয়া না মানলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories