নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল (এসডিসি) এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আগামীর কর্মপন্থা অবলম্বনে আলোচনা সভা অনুষ্ঠিত।
১২ জুলাই রোজ শনিবার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল (এসডিসি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মামুন আলী আখতার, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল।
প্রারম্ভিক বক্তব্যে প্রধান অতিথি প্রতিষ্টাতা ও চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার সংগঠন নিয়ে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা বর্ননা করেন। তিনি সবাইকে আহ্বান জানান সিলেটের সার্বিক উন্নয়নে কাজ করার।
অনুষ্ঠানে কাউন্সিলের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, সিলেট অঞ্চলের উন্নয়ন এবং সমস্যা সমাধানে এসডিসি-র ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল :
কাউন্সিলের বিগত বছরের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করা।
ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।
সিলেট অঞ্চলের উন্নয়ন এবং সমস্যা সমাধানে কাউন্সিলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি মিলনমেলার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ, যা কাউন্সিলের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধন আরও সুদৃঢ় করে। একই সাথে, এটি কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো জনসাধারণের সামনে তুলে ধরার একটি সুযোগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল এর প্রতিষ্টাকালীন সহ-সভাপতি সহ কেন্দ্রীয় কমিটির নেতৃ বৃন্দ।
উপস্হিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম। মহানগর শাখার প্রাক্তন সভাপতি মোস্তাক আহমেদ, সহ-সভাপতি স্বপন কুমার দাস সহ অনেকে।
বর্তমান সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল এর মহানগর কমিটির সকল দায়িত্বশীল যথাক্রমে সভাপতি মো: ফকরুজ্জামান, সহ-সভাপতি আব্দুল মালিক, সহ-সভাপতি মো: আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো মাসুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক হেলাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসা তালুকদার, ক্রীড়া সম্পাদক মিজান আহমেদ সহ সাতটি ওয়ার্ডের সদস্য বৃন্দ।
এছাড়াও সিলেটের উন্নয়নে শরীক হওয়ার আশা রেখে বক্তব্য রাখেন বিশিষ্ট জন। শাহজালাল ইউনিভার্সিটি থেকে প্রফেসর মো: নুর উদ্দিন, কেমব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল মহসিন চৌধুরী, প্রফেসর মো: মাসুক আহমেদ ও অন্যান্য রা।
সংগটনের মহানগর শাখা সংগটিত ও ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বক্তব্য দেন মহানগর কমিটির সভাপতি মো: ফকরুজ্জামান।
প্রারম্ভিক ও প্রধান অতিথি বক্তব্যে প্রতিষ্টাতা ও চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার সংগঠন নিয়ে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা বর্ননা করেন। তিনি সবাইকে আহ্বান জানান সিলেটের সার্বিক উন্নয়নে কাজ করার।
পরিশেষে সভার সভাপতি মো:আবুল কালাম সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।