নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথে প্রায় ৭.২ একর ২৪ (৭২০ শতক) জমিতে মুসলিম হেল্প ইউ,কে নিজস্ব ক্রয়কৃত ভুমিতে প্রায় ৮০০০ হাজার স্কয়ার ফিটের ৮ম তলা ফাউন্ডেশনের ১ম তলার জাদ ডালাই সম্পন্ন হয়েছে।
১২ অক্টোবর রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় ৮০০ হাজার স্কয়ার ফিটের ছাদ ডালাই কোন প্রাকৃতিক দুর্যোগ ব্যাতিরেকে সু,সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মেটারনিটি হাসপাতাল ব্যাবস্থাপনা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ ছুবহান, প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সর্বপ্রথম আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করেন এবং এই প্রজেক্টে দেশ ও প্রবাস থেকে যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই পাশাপাশি এখনো যদি এই মানবতার কাজে কেউ শরিক হতে বা আজিবন সদস্য হতে চান যেকোনু সময় সময় আপনারা এই মহতি কাজে অংশগ্রহণ করতে করতে পারেন।
সহ ব্যাবস্থাপক যুক্তরাজ্য প্রবাসী আখলাকুর রহমান পান্না বলেন হাসপাতাল টি চালু হলে বিশ্বনাথ সহ এই অঞ্চলের প্রসূতি চিকিৎসা বঞ্চিত মহিলাদের বিনামূল্যে চিকিৎসা সেবার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করেন মুসলিম হেল্প ইউকে,র অন্যতম পরিচালক আখলাকুর রহমান পান্না, তিনি আরো বলেন অদুর ভবিষৎে এখানে প্রসূতি মহিলা সহ সাধারণ চিকিৎসা সেবা প্রদানের জন্য মুসলিম হেল্প ইউ,কে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ সকলের সহযোগিতা থাকলে আমরা এই অঞ্চলের চিকিৎসা সেবায় একটি গুনগত পরিবর্তন আনতে সক্ষম হবো।
এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম প্রিন্সিপাল মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা বিশ্বনাথ, মাওলানা নজরুল ইসলাম প্রোপাইটর বন্ধন শাড়ী সেন্টার আলহেরা শপিং সিটি বিশ্বনাথ, ফখর উদ্দিন প্রমুখ।
এর আগে গত ১০ অক্টোবর শুক্রবার হাসপাতাল সংলগ্ন মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।