November 9, 2025, 1:01 am
Headline :
প্রথমবারের মতো বিশ্বনাথ,র রামপাশায় মরমী কবি হাছন রাজার স্মরণোৎসবের প্রস্তুতি এম, ইলিয়াস আলী ও আমার মাঝে শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক ছিল, তিনির সহধর্মিণী বিএনপি কর্তৃক মনোনীত হওয়ায় শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি ‘এনসিপি’ যুক্তরাজ্যের (লন্ডন) কমিটিতে স্হান পেলেন বিশ্বনাথের ইকবাল আব্দুল্লাহপুর–টঙ্গী–তুরাগ নদীর উপর নতুন সংযোগ সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্বনাথ কলেজ গেইট সংলগ্ন সি,এস ক্যাফ,র শুভ উদ্ধোধন বিশ্বনাথে ক্রীড়াসংগঠক যুক্তরাজ্য প্রবাসী আবু মনসুর কে শাহ ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান নবজাতকের পাশে লাভিং পিপলস, ছাতক উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে বেবি গিফট প্রদান ‘গৌরব’ ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছরে–ওল্ডহামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘জুলাই সনদের আইনিভিত্তি, গণভোট আয়োজন’সহ ৫ দফার গণদাবিতে জাময়াতে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত বর্তমান প্রজন্মকে অ’প’রা’ধ মুক্ত থাকতে পথ দেখাচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে সুধীজন
Notice :

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল
কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো এবং সিলেট টু ঢাকা ৬-লেন মহাসড়কের কাজ অবিলম্বে সর্বোচ্চ গতিতে সম্পন্ন করার দাবী।

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল
কার্যকরি নতুন কমিটিকে অভিষিক্ত করা হয়েছে।

ব্রাডফোর্ড এর শাপলা কমিউনিটি সেন্টারে ১৪ই অক্টোবর বেলা ২ ঘটিকায় সংগঠন এর কেন্দ্রীয় উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং নর্থ রিজিওনের সেক্রেটারি এনামুল হক ও রুহেল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই,
বিশেষ অতিথি হিসাবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর,
কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, গ্রেটার সিলেট এর সাবেক সেক্রেটারি ৭১ এর বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, ড. মনুজ জোসি এম বি ই ডি এল, কমিউনিটি ব্যাক্তিত্ব ড. শওকত আহমদ এমবিই, কেন্দ্রীয় ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া, সংগঠন এর কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব সুরাবুর রহমান. রিজিওনাল ট্র্বেজারার কাউন্সিলার ফুলজার আহমদ, সাউথ ওয়েষ্ট রিজিওনাল চেয়ারপার্সন নজমুল ইসলাম, জেনারেল সেক্রেটারি এডভোকেট মীর গোলাম মস্তোফা, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রুহেল, সাংবাদিক সৈয়দ ছাদেক আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির, ইউনিটি অব মৌলভীবাজার এর প্রেসিডেন্ট আব্দুর রুউফ তালুকদার, সাউথ ওয়েষ্ট রিজিওনাল ট্রেজারার সোহেল মিয়া, ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দ কাহের সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রিজিওনাল নেতৃবৃন্দের মধ্যে জামাল আলী জেপি, শাহাব উদ্দিন, মোহাম্মদ সালেহ, মোহাম্মদ রুকনুজ্জামান, কবির উদ্দিন, মসুদ চৌধুরী, সৈয়াদ আনোয়ার হোসেন,ও আব্দুল বাসিত সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্টান শেষে সমাপনী বক্তব্য রাখেন প্রবীন মুরব্বি জনাব হাজী কবির উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় ও শপথ বাক্য পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার
ও মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল নতুন কমিটিতে কাউন্সিলার আশরাফ মিয়াকে চেয়ারপার্সন , এনামুল হক কে জেনারেল সেক্রেটারী ও কাউন্সিলার ফুলজার আহমদকে ট্রেজারার করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয়।

গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ
ড. হাসনাত এম হোসাইন এম বি ই, সবাইকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আহব্বান জানিয়ে নতুন কমিটি আগামী দু’বছর লকাল কমিউনিটির উন্নয়ণে ও প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং গ্রেটার সিলেট বাসীর দাবি দাওয়ার ক্যাম্পেইণে ও মানবতার কল্যাণে কমিউনিটির মুখপাত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর প্রবাসীদের বাংলাদেশে ও বিমানবন্দরে নানা ধরনের হয়রানি বন্ধ, নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো এবং সিলেট টু ঢাকা ৬-লেন মহাসড়কের কাজ অবিলম্বে সর্বোচ্চ গতিতে সম্পন্ন করার জোর দাবী জানিয়েছেন।

নতুন কমিটির চেয়ারপার্সন কাউন্সিলার আসরাফ মিয়া সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল ২০২৫ ও ২০২৭ সালের জন্য নতুন কমিটিতে কাউন্সিলার আশরাফ মিয়াকে চেয়ারপার্সন , এনামুল হক কে জেনারেল সেক্রেটারী ও কাউন্সিলার ফুলজার আহমদকে ট্রেজারার করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয়।
নতুন কমিটির সম্মানিত উপদেষ্টা পরিষদে রয়েছেন আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী, হাজি কবির উদ্দিন, হাজি জিতু মিয়া, শেখ মোহাম্মদ মানিক মিয়া,শাহাব উদ্দিন, হামজা আলী, মুনসেফ আলী জিলু, রাফিক আলী, কাউন্সিলার কামাল হোসেন, লালু মিয়া,মোহাম্মদ ওয়াদুদুর রহমান মাখন,ও ইসমাইল আলী মিরাস।
২০২৫ ও ২০২৭ সালের জন্য নব নির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন,ভাইস চেয়ারম্যান, মনওর আলী রুকনুজ্জামান, সৈয়দ আনোয়ার হোসেন, মোহাম্মদ লয়লু মিয়া,খালিদুর রহমান, আসক আলী, আব্দুল খালিক,পংকি মিয়া, জয়েন্ট সেক্রেটারি রুহেল মিয়া, ও আব্দুল কুদ্দুস, জয়েন্ট ট্রেজারার শাহীন আহমেদ, ও আজমল হোসেন,অর্গানাইজিং সেক্রেটারি শাহিদুল ইসলাম, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি জুনেদ চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি কবির আহমেদ, জয়েন্ট মেম্বারশিপ সেক্রেটারি নাজমুল ইসলাম, সুন্দর আলী, ও গিয়াস উদ্দিন, প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি শেখ মোহাম্মদ আলেক্স, জয়েন্ট প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি এমদাদুল হক ও মুসা আহমেদ, কালচারাল সেক্রেটারি নুরুজ্জামান জামাল, জয়েন্ট কালচারাল সেক্রেটারি মনির পারভেজ, স্পোর্টস সেক্রেটারি আরজ আলী, জয়েন্ট স্পোর্টস সেক্রেটারি হেলাল মিয়া, এডুকেশন সেক্রেটারি সয়ফুর রহমান, জয়েন্ট এডুকেশন সেক্রেটারি শেখ মোহাম্মদ লায়েক মিয়া,রিলিজিয়াস সেক্রেটারি এম এ মান্নান, জয়েন্ট রিলিজিয়াস সেক্রেটারি লুতফুর রহমান, উইমেন্স অর্গানাইজিং সেক্রেটারি জয়নব আক্তার, ইসি মেম্বার মোহাম্মদ মালিক,সিরাজুল ইসলাম, ও মোহাম্মদ সিরাজ মিয়া।

সংবাদ প্রেরক : শেখ নুরুল ইসলাম, প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি, গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কে,
১৮ ই অক্টোবর ২০২৫ ইংরেজি,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories