নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ উপজেলার দৌলত,পুর ইউনিয়ন শাখা আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত।
২১ অক্টোবর মঙ্গলবার সিংগের কাছ বাজারে একটি কমিউনিটি সেন্টারে দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি রুবেল আহমদের পরিচালনায় আবু তুরাবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও সিলেট জেলার নায়েবে আমির সিলেট ২ বিশ্বনাথ ওসমানী নগরে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
তিনি বলেন পৃথিবীতে একমাত্র কোরআন সুন্নাহ ও রাসুল (সা:) আদর্শ প্রতিষ্টার মাধ্যমে মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই কাজটি করার চেষ্টা করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন শরিয়া আইনে আমাদের জন্ম, বিবাহ, মৃত্যু, এবং পরকালীন জীবনে শান্তি পেতে চাইলে শরিয়া আইনের মাধ্যমেই আমাদের জীবন গঠন সহ রাষ্ট্র পরিচালনায় তা প্রতিষ্ঠিত করতে হবে, তিনি আরো বলেন যারা শরিয়া আইন মানেনা শরিয়া আইন অস্বীকার করে তাদের দ্বারা কল্যাণ রাষ্ট, সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলা সম্ভব নয়।
জনশক্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার বাবুল মিয়া, বিশ্বনাথ পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী আরাফাত আহমদ, দুলার বাজার ইউনিয়নের আমির জাবেদ মিয়া, বুরাইয়া বাজার ইউনিটের সভাপতি হাফিজ আমিনুল ইসলাম, পৌর সেক্রেটারি তালেব আহমদ গোলাপ।
জনশক্তি সমাবেশে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ ফোলের তুড়া প্রধান অতিথির হাতে তুলে দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন, শেষাংশে ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখরুদ্দিনের সমাপনী বক্তব্যের মাধমে সমাবেশের সমাপ্তি হয়।