June 13, 2025, 10:18 am
Headline :
‘মিডিয়া কাপ’ বিশ্বনাথের ৩টি সাংবাদিক সংগঠনকে একটি সুতায় আবদ্ধ করে রেখেছে—-আশরাফুজ্জামান পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ওসমানী নগর সার্কেল বিশ্বনাথ ওসমানী নগরে জনগণের খাদিম হিসাবে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই—–এম পি পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বিশ্বনাথ,র লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের মানবিক দৃষ্টান্ত স্থাপন : ইউনিয়নের ৪৫ টি গ্রামে মাংস বিতরণ আর রাহমান এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ইমাম মাওঃ নুরুর রহমান,র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সেলিম আহমদ,র পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ রুহেল মিয়ার পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন যুক্তরাজ্য প্রবাসী সাবেক কৃতি ফুটবলার মোহাম্মদ কামাল উদ্দিন,র পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ এইড ইউ কে,র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফির ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন। যুক্তরাজ্য প্রবাসী সোনাপুর চ্যারিটি গ্রুপ (লামাকাজীর) পৃষ্ঠপোষক আলহাজ্ব আজিজুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন
Notice :

লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে ফিউচারওয়ে কনসালটেন্সি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

খেলাধুলা মনকে প্রফুল্ল করে এবং শৃঙ্খলাজ্ঞান জোগায়
…………… দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

সুস্থমন ও সুস্থ শরীর বিকাশে খেলাধুলার বিকল্প নাই
……… উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে ফিউচারওয়ে কনসালটেন্সি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী লিডিং ম‍্যাভ রিক্স। লিডিং ম‍্যাভ রিক্স টিম ফাইনাল খেলায় সিএসই বিভাগের বিট বাস্টার ৬৩ টিমকে ১২ রানে হারিয়ে শিরোপা অর্জন করে। খেলায় ম‍্যান অব দ‍্য ম‍্যাচ মো. ওয়াদুত, বেস্ট বোলার তন্ময়, বেস্ট ব‍্যাটস ম‍্যান মাহি এবং প্লেয়ার অব দ‍্য টুর্নামেন্ট
আজহার।

রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি মাঠে ফাইনাল খেলায় লিডিং ম‍্যাভ রিক্স এর দেয়া ১০৩ রানের টার্গেটে ৫ উইকেট হারিয়ে সিএসই বিভাগের বিট বাস্টার ৬৩ টিম ৯৭ রান করে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৫টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, খেলাধুলা সবসময়ই মনকে প্রফুল্ল করে এবং শৃঙ্খলা জ্ঞান জোগায়।
খেলায় জয় পরাজয় বড় কথা নয়, এখানে যে নির্মল আনন্দ পাওয়া যায় সেটিই গুরুত্বপূর্ণ। তিনি এই টুর্নামেন্টের সফলভাবে সম্পন্ন করার জন‍্য আয়োজকদেরকে ধন্যবাদ জানান।
আজ আমরা সবাই আনন্দিত সুন্দর পরিবেশ পেয়ে। শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে সাফল্য অর্জন করবে এবং লিডিং ইউনিভার্সিটির সুনাম বয়ে আনবে। তিনি আরো বলেন, সুদক্ষ শিক্ষকমন্ডলি আছে বলেই রেকর্ড সংখ্যক শিক্ষার্থী এবার ভর্তি হয়েছে। তিনি উপাচার্যের দক্ষ নেতৃত্বে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় লিডিং ইউনিভার্সিটি উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যাবে এ প্রত‍্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন টুর্নামেন্ট আয়োজন করার জন‍্য লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলার মাধ‍্যমে শারীরিক সুস্থতা ও শৃঙ্খলা জ্ঞান তৈরি হয়। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন‍্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
আজকের এ অনুষ্ঠানে এসে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন‍্য তিনি দানবীর ড. সৈয়দ রাগীব আলীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ‍্যেই তিনি লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছেন। এসময় চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা এবং প্রক্টর মাহবুবুর রহমান বলেন, লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব সবসময়ই শিক্ষার্থীদের মানসিক বিকাশে জন্য খেলাধুলার আয়োজন করে থাকে। এবারের টুর্নামেন্টে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ১২টিম অংশগ্রহণ করেছে এবং খুবই সুশৃঙ্খলভাবে খেলায় অংশগ্রহণ করার জন‍্য তিনি খেলোয়ারদেরকে ধন্যবাদ জানান।

পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন‍্য অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব‍্যবষায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, রেজিষ্ট্রার মফিজুল ইসলাম, ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা সাজেদুল ইসলাম সরকার, ফিউচার কলসালটেন্সির পরিচালক আব্দুল্লা আল মামুন এবং আমির হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories