July 20, 2025, 3:51 pm
Headline :
সোনাপুর চ‍্যারিটি গ্রুপের সদস‍্যদের ‘আম কাঠালের’ অনুষ্ঠানে মিলনমেলা ও আলোচনা সভা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার শোক প্রকাশ বিশ্বনাথ,র রামপাশায় ৫ টি গভীর নলকুপ স্থাপন, প্রবাসীদের মতো বিত্তশালীরা এগিয়ে এলে মানুষের অভাব কমে যাবে–অধ্যাপক আব্দুল হান্নান বিশ্বনাথে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁ’দা’বা’জি’র অ’ভি’যোগ মি’থ্যা, অপপ্রচারে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির নিন্দা বিশ্বনাথে শান্তি-সম্প্রীতির লক্ষ্যে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথ,র লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের গভীর নলকুপ স্থাপন সহ প্র’তি’ব’ন্ধী’দের মাংস বিতরণ সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল,র ১৩ তম প্রতিষ্টা বার্ষিকী পালন ইসলামি ঐক্যের প্রশ্নে সর্বোচ্চ ছাড় দিতে আমরা প্রস্তুত, শান্তি প্রতিষ্ঠায় দেশের মানুষ আলেম ওলামাদের দিকে তাকিয়ে আছে—-বিশ্বনাথে অধ্যাপক আব্দুল হান্নান বিশ্বনাথের খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী রেজাউর রহমান ওলী সংবর্ধিত নির্বাচন যতো দেরি হবে, দেশ ততো পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না সিলেটে—— মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Notice :

যুক্তরাজ্যে স্বতঃস্ফূর্ত উপস্থিতে বিশিষ্ট সাংবাদিক খালেদ মাসুদ রনি,কে ইউকে প্রবাসী বিশ্বনাথ কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

বিপুল সংখ‍্যক মানুষের উপস্থিতে বিশিষ্ট সাংবাদিক খালেদ মাসুদ রনির সম্মানে ইউকে প্রবাসী বিশ্বনাথ কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত।

লন্ডন:১৯,০৬,২৫ নিউজ ২৪ টিভির যুক্তরাজ‍্য প্রতিনিধি এবং ইক্বরা বাংলা টিভি ইউকের চীফ রিপোর্টার ও বাংলাপেইজ টোয়েন্টি ফোর ডটকমের সম্পাদক খালেদ মাসুদ রনিকে লন্ডনে প্রবাসী বিশ্বনাথবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ রিপোর্টিং ও প্রেজেন্টিং অ্যাওয়ার্ড ২০২৪ প্রাপ্তির জন্য গত মঙ্গলবার ১৭ জুন বিকালে লন্ডন এন্টারপ্রাইজ স্কুল হলরুমে এ সংবর্ধনা প্রধান করা হয়। বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ‍্যক বিশিষ্টজনদের উপস্থিতে অনুষ্টানের শুরুতে সংবর্ধিত অতিথিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল এবং ক্রেষ্ট প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, খালেদ মাসুদ রনি একজন সৎ এবং সাহসী সাংবাদিক, যিনি নিরপেক্ষতা বজায় রেখে প্রবাসের কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন। তিনি সাদাকে সাদা কালোকে কালো বলার কারণে নানা সময় নির্যাতিত হয়েছেন। তারপরও দমে যাননি, দেশ এবং জাতির কল‍্যানে কাজ করে চলেছেন অবিরাম। দেশের শীর্ষ দৈনিক বাংলাবাজার-দৈনিক মানবজমিন ও এটিএন বাংলায় কাজ করেছেন দীর্ঘদিন, কাজের ফলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ রিপোর্টিং ও প্রেজেন্টিং ২০২৪ অ্যাওয়ার্ড পেয়েছেন। তাঁর এই অর্জন পুরো সিলেটের বিশ্বনাথ কমিউনিটির জন্য গর্বের। বক্তারা খালেদ মাসুদ রনি’র বাংলাদেশ ও যুক্তরাজ‍্যে সাংবাদিকতা এবং কমিনিটিতে অবদানের ভূয়সী প্রসংশা করেন।

বিশিষ্ট কমিনিটি ব‍্যক্তিত্ব আবুল কালাম আজাদের সভাপতিত্ব ও সাবেক ছাত্র নেতা আকলুছ মিয়া এবং বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলাম ও বিশিষ্ট ব‍্যবসায়ী তোফাজ্জুল আলমের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব‍্য রাখেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সেল স্পিকার সুলুক আহমদ, বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার , বিশিষ্ট সাংবাদিক ও এক্সপায়ার পাটির চেয়ারম‍্যান এ কে এম আবুতাহের চৌধুরী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ জোবায়ের, যুক্তরাজ‍্য বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, বিশ্বনাথ এডুকেশন ট্রাষ্টের সাবেক সভাপতি আলহাজ্ব মানিক মিয়া , সাধারণ সম্পাদক গুলজার খান , যুক্তরাজ‍্য যুবদলের সভাপতি আফজল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি মুফতি আব্দুল মোন্তাকিম, খেলাফত মজলিস ইউকের সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ, বিবিসিসিআই লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মনির আহমদ, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রহমত আলী ও জনমত পত্রিকার সহকারী সম্পাদক মুসলেহ উদ্দিন, আব্দুল কুদ্দুস, যুক্তরাজ‍্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন সেলিম, মদরিস আলী মোফাজ্জুল , সাংবাদিক মিছবা জামাল, সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক‍্যারল, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক শাহ সোহেল আমিন, সাংবাদিক জাকির হোসেন কয়েস, সাংবাদিক আব্দুর রহিম রজ্ঞু, আব্দুল ওয়াদুদ সাহেল , মদরিস আলী মোফাজ্জুল ,আব্দুল রব, হাফসা ইসলাম।

উপস্থিত ছিলেন, যুক্তরাজ‍্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলার আয়সা চৌধুরী, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সহ-মিছবাহ উদ্দিন, ট্রাস্টের ট্রেজারার আকলাকুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি মুফতি আব্দুল মোন্তাকিম ও হাফিজ হোসাইন আহমদ, সাধারন সম্পাদক সৈয়দ নাইম আহমদ, যুক্তরাজ‍্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এন্ড অর্গানাইজেশনের সাধারন সম্পাদক সুফী সুহেল আহমদ, সংগঠক আবদুস সুবহান ফারুক, জসিম উদ্দিন সেলিম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, কদর উদ্দিন,অলংকারী ইউনিয়ন ট্রাস্টের সাধারণ সম্পাদক মুমিনুর মুরাদ, হাবিবুর রহমান হাবিব, আমির উদ্দিন ,ময়ূর মিয়া, অ্যাডভোকেট আব্দুর রশিদ, মোহাম্মদ হাবিবুর রহমান, সেবুল মিয়া, যুক্তরাজ‍্য যুবদলের সহ-সভাপতি জিতু মিয়া জায়গীরদার, আলঙ্গীর হোসেন, লোকমান হোসেন, মোফাজ্জল হোসেন মনসুর, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, আবদুস সালাম, আসকির আলী, দৌলত হোসেন, সাব্বির উদ্দিন, সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি, এনাম চৌধুরী, শাহ বেলাল, ফজলু মিয়া, রেজাউল করিম মিধা, রুহেল উদ্দিন, আব্দুল বাসিত রফি, জাহাঙ্গীর সিকদার।আজির উদ্দিন, সাইদুর রহমান রাজু, মিজানুল ইসলাম মির্জা, মোঃ আকরাম উদ্দিন, সিরাজুল ইসলাম মামুন, শামসুল ইসলাম,
শিপন আহমদ, মিফতাউর রহমান জাহান, কামরান হাসান রাজিব, শরিফ রানা, শেখ মামুনুর রশীদ মামুন,
এস রহমান রাব্বি তানবির আহমেদ তারেক, রাহেয়া বেগম, শিরিন বেগম, আশরাফুল আলম, সিতাব আলী, ফজলুল হক প্রমূখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অভিব্যাক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংবর্ধিত অতিথি খালেদ মাসুদ রনি। তিনি বলেন, ব্রিটেনে বসবাসরত প্রবাসী বিশ্বনাথীরা আমাকে যে সম্মান দিয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের ভালোবাসায় আমি গর্বিত, আবেগআপ্লুত। তিনি সকলের দোয়া ও সহযোগিতা চান আগামী চলার পথে।

বার্তা প্রেরক
শরিফুল ইসলাম
বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি
যে কোন প্রয়োজনে: 07533 651696


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories